রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার সরকারী গুদামের চাল চারঘাট উপজেলার কাঁকড়ামারী বাজারের দুই চাল ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ। শুক্রবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে বাঘা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২০ টন ১০ কেজি চাল জব্দ সহ তিন জন কে আটক করে।
আটককৃতরা হলেন, চারঘাট উপজোলার বিল মেরামতপুর এলাকার মৃত মকছেদ আলীর ছেলে মোস্তাকিন মেম্বার (৫৬) ও তার ছেলে মোবারক হোসেন (৩২), তালবাড়িয়া এলাকার মৃত ছইর উদ্দিনের ছেলে সমশের আলী (৬০)।
অভিযানে কাঁকড়ামারী বাজারের মেম্বার চাউল আড়ত থেকে ৩৬০ বস্তা এবং প্বার্শবর্তী বিলাল খাদ্য ভান্ডার থেকে ৩০৭ বস্তা চাল ও একটি ট্রাক যার রেজিঃ নাম্বার ঢাকা মেট্রো ট- ১৪৭৫৭৯ জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেম্বার চাউল আড়তের মালিক মোস্তাকিন মেম্বার ও তার ছেলে মোবারক হোসেন এবং বিল্লাল খাদ্য ভান্ডারের মালিক সমশের আলীকে আটক করেছে পুলিশ।
বাঘা থানা পুলিশ সুত্রে জানা যায়, বাঘার সরকারি খাদ্য গুদাম থেকে কালোবাজারে বিক্রি হওয়া সরকারী চাল ট্রাক যোগে প্বার্শবর্তী চারঘাট উপজেলার ব্যবসায়ীর দোকানে নিয়ে যাওয়া হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশে এসে আই তৈয়ব, এসআই আব্দুর রওফ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে চারঘাটের কাঁকরামারী বাজারের দুইটা চালের আড়তে অভিযান চালায়। চাল সরকারী বস্তা পরিবর্তন করে নূর জহান ব্র্যান্ডের বস্তায় প্যাকেটজাত করার সময় দুই চালের আড়ত থেকে ২০ টন ১০ কেজি চাল জব্দ করা হয়। জব্দকৃত চালের আনুমানিক মূল্য সাড়ে ৭ লক্ষ টাকা। অভিযুক্ত দুই ব্যবসায়ী বাঘার সরকারি খাদ্য গোডাউনের অসাধু চক্রের কাছে থেকে এসব সরকারি চাল কিনে বিক্রির উদ্দেশ্যে নিজ গুদামে মজুত করছিলেন।
অভিযুক্ত মোস্তাকিন আলী ও শমসের আলী বলেন, তাঁরা দুইজন বাঘা খাদ্য গোডাউনের কর্মচারী আব্দুল হালিমের মাধ্যমে ৬৬৭ বস্তায় ২০ টন ১০ কেজি চাল কিনেছেন। ট্রাক যোগ সেই চাল আড়তে এনে সকাল থেকে সরকারী বস্তা পরিবর্তন করে বাজারে বিক্রির উদ্দেশ্যে অন্য বস্তায় প্যাকেটজাত করছিলেন।
তবে বাঘা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শামসুন্নাহার বলেন, চারঘাটে সরকারী চাল আটক হয়েছে শুনেছি। তবে ওই চাল আমাদের গোডাউনের না।
এ দিকে চাল জব্দের বিষয়ে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল করিম বলেন, চালগুলো গোডাউনের সরকারী চাল। কালোবাজার থেকে ওই ব্যবসায়ীরা এসব চাল কেনেন। চালের বস্তায় সরকারি সিলও আছে। কিছু বস্তা পরিবর্তনও করা হয়েছে। এ ঘটনায় ঘটনা স্থল থেকে দুই আড়তদার সহ তিন জন কে আটক করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বাঘা উপজেলার সরকারি গুদামের চাউল চারঘাট কাঁকরামারি বাজারের দুই চাউল ব্যবসায়ীর আড়ৎ হতে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বাঘা থানায় মামলা দায়ের করা হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]