প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৪, ১০:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২২, ৭:৫৯ পি.এম
পিরোজপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজী এনামুল হক (লিটন) স্টাফ রিপোর্টারঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ রূপান্তরে বাংলাদেশ (RAS) ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ম রমজান) পিরোজপুর প্রেসক্লাব কমপ্লেক্স ভবনের মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সার্জেন্ট (অবঃ) আব্দুর রশিদের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল জলিল,শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ মহিবুল্লাহ,পরিষদের সাধারন সম্পাদক সার্জেন্ট (অবঃ) আলমগীর হোসেন।
এ সময় জেলা এনএসআই ও ডিজিএফআইয়ের সদস্যবৃন্দ এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুল মান্নান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।