আশরাফুর রহমান, স্টাফ রিপোর্টার মাদারীপুর ঃ
মাদারীপুরের কালকিনিতে একটি হত্যা মামলার আসামী ধরতে গেলে কুপিয়ে আহত করা হয়েছে পুলিশের এসআই পলাশ কুমার দাসকে। রোববার সন্ধ্যায় কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত পলাশ কালকিনি উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিল। এ সময় আসামী লাট্টু বেপারী পালিয়ে যায়। কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, ওই এলাকার আল আমিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী লাট্টু বেপারীকে ধরতে মধ্যচর এলাকায় অভিযানে যান খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস।
এসময় আসামীপক্ষের লোকজন পলাশ ও তার ফোর্সদের উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে আসামীর ছেলের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় পলাশকে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে চার জনকে আটক করা হয়েছে- ইউনুস সরদার ২৬, সজীব মৃধা ৩২, সোহাগ খাঁ ২৫, ফয়সাল সরদার ২৩। এদিকে আহত এসআই পলাশকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]