প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২২, ২:২৮ পি.এম
মেহেন্দিগঞ্জ সালাম দেওয়ানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন।
মোঃ মহসীন রাসেল মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ
আজ মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম দেওয়ানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে পাতারহাট বন্দরের তেমুহনী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গত-২২ মার্চ দড়িচর খাজুরিয়া থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম দেওয়ানের নেতৃত্বে নেতাকর্মীরা পাতারহাট বন্দরে আসার পথে পৌরসভার ১নং ওয়ার্ড চরহোগলা গ্রামে পূর্বে থেকে ওতপেতে থাকা কথিত সন্ত্রাসীরা সালাম দেওয়ান সহ নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়।
তাৎক্ষণিক বিষয়টি মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জকে অবগত করলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ এবং একাধিকবার থানায় অভিযোগ দাখিল করতে গেলে পুলিশ কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানান বক্তারা। অনতিবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ন্যায় বিচার না পেলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেন তারা। এসময় মুঠোফোনে বক্তব্য রাখেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, উপজেলা যুবলীগের সভাপতি ও কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও কাউন্সিলর মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার, আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ দড়িচর খাজুরিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।