প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪, ২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২২, ১০:৩০ পি.এম
প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় স্বামীকে ভিডিও কল দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা।
রিপোর্টঃ মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর প্রতিনিধি।
জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা শিক্ষা অর্থনীতি বিনোদন লাইফস্টাইল বিজ্ঞান ও প্রযুক্তি প্রবাস মতামত
প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় স্বামীকে ভিডিও কল দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা গোপনে বিয়ের পর ছেলের পরিবার মেনে না নেওয়ায় শরীয়তপুরের ডামুড্যায় এক স্কুলছাত্রী (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (১০ এপ্রিল) বিকেল ৫টায় এ ঘটনা ঘটে। নিহত ওই স্কুলছাত্রীর বাড়ি উপজেলার ধানকাটি ইউনিয়নে চরপাতালিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, দুই বছর আগে ওই স্কুলছাত্রীর বোনের বিয়ে হয় গোসাইরহাট উপজেলায়। বোনের দেবরের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। গত শবে বরাতের দিন তারা গোপনে বিয়েও করেন। পরে বিয়ের কথা জানালে ছেলের পরিবার তা মেনে নিতে চায়নি। এ ঘটনায় স্বামীর সঙ্গে ভিডিওকলে কথা বলার সময় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ওই স্কুলছাত্রী।
তাৎক্ষণিক তার স্বামী ছাত্রীর চাচতো ভাইকে ফোন করে বিষয়টি জানান। পরে সবাই ঘরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। স্থানীয়দের সহযোগিতায় ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত ওই স্কুলছাত্রীর মা বলেন, মেয়ে দেখলাম জামাইয়ের সঙ্গে কথা বলছে। এর মধ্যেই এমন ঘটনা ঘটে যাবে, তা ভাবিনি। আমার সব শেষ হয়ে গেল। কী অপরাধ ছিল আমার মেয়ের, আজ মেয়েকে আমার মাটি দিতে হবে। এ বিষয়ে জানতে স্বামীর মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।