এম এ আছাদ, নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার দেবহাটায় সিআর ওয়ারেন্ট ভূক্ত আমির হোসেন ও মাহাবুব আলম পল্টু নামে দুই আসামীকে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। শনিবার দেবহাটা থানা এলাকা থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
দেবহাটা থানা পুলিশ সুত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহোদয় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ০৯/০৪/২০২২ তারিখ, এসআই(নিঃ) হাফিজুর রহমান, এএসআই(নিঃ) মোজাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর ওয়ারেন্ট ভূক্ত আসামী ১। মোঃ আমির হোসেন, পিতা-মোঃ শওকত হোসেন, মাতা-নাছিমা বেগম, গ্রামঃ খেজুরবাড়ীয়া, ২। মোঃ মাহাবুব আলম (পল্টু), পিতা- মৃত ইয়াছিন আলি, সাং- দেবহাটা, উভয় থানা-দেবহাটা, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করেছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতার করে আজ শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]