প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ১১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২২, ৮:০০ পি.এম
মাদারীপুর ডাসার থানা চৌকস জনবান্ধব ইনচার্জ পুলিশ অফিসার মোঃ হাসানুজ্জামান হাসান
কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান কে শুক্রবার মসজিদ ভিত্তিক বক্তব্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ঢাকা রেঞ্জ ডিআইজি শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করেছেন।
গত ১৭ জানুয়ারি ২০২১ তারিখে অফিসার ইনচার্জ হাসানুজ্জামান মাদারীপুরে ডাসার থানায় যোগদান করার পর থেকে ডাসার থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ টি বিট অফিস ও ৯৬ টি ওর্য়াড ভিত্তিক মিটিং করে সাধারণ জনগনের মাঝে সচেতন মুলক বক্তব্য রাখেন। এছাড়াও প্রতি শুক্রবার পাঁচটি ইউনিয়নের মসজিদে -মসজিদে গিয়ে জুম্মার নামাজের দিন ও সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন। করোনা ভাইরাসের সংক্রমন নিয়ন্ত্রনে বিভিন্ন সচেতন মুলক কাজ করে আসছে। এছাড়াও এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, গ্রাম্য পুলিশদের নিয়ে মাসিক সভার আয়োজন করে আসছে। ৫ টি ইউনিয়নের ২০০ টি মসজিদের ইমাম ও মুসল্লীদের নিয়ে আলোচনা করে বাল্য বিবাহ, মাদক, ইভটিজিং ও কিশোর গাং সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য রাখেন। এতে করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অধিকাংশ নিয়ন্ত্রণে আসে।ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান সকল অফিসার এবং কনস্টেবলদের সাথে নিয়ে বুদ্ধিমত্তা, দক্ষতা, ও ন্যায় নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে আসছেন।
তিনি যে একজন চৌকস অফিসার তা আজ প্রমানিত। অপরাধ কি, সমাজকে অপরাধ মুক্ত, সুন্দর ও ভাল রাখতে হলে কি করা উচিত। বিভিন্ন প্রকার জনসচেতনতা ও কর্মকান্ডের মাধ্যমে সাধারন মানুষকে বোঝাতে সক্ষম হয়েছেন। তিনি মসজিদ ভিত্তিক বক্তব্য কার্যক্রমে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ায়, ঢাকা রেঞ্জ ডিআইজি ও মাদারীপুর পুলিশ সুপার মহাদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।