প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২২, ৭:৫০ পি.এম
নানা বাড়ি বেড়ানো হলো না শিশু শিক্ষার্থী মরিয়মের
আশরাফুর রহমান, স্টাফ রিপোর্টার মাদারীপুরঃ
মাদারীপুরের কালকিনিতে নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে মরিয়ম খানম ( ৯) নামে এক চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। নিহত শিক্ষার্থী উপজেলার কয়ারিয়া এলাকার দুবাই প্রবাসি সবুজ মোল্লার মেয়ে ও কয়ারিয়া ময়দানেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সে ছাত্রী।
ভুক্তভোগী ও এলাকা সুত্রে জানাগেছে,শিক্ষার্থী মরিয়ম তার নানুর অসুস্থ্যতার কথা শুনে মায়ের সঙ্গে নানা সিরাজ শরীফের বাড়ি রামালপুল গ্রামে আজ শুক্রবার সকালে বেড়াতে যায়। কিন্তু আজ দুপুর বেলায় মরিয়ম তার নানা বাড়ির পুকুরে একা গোসল করতে যায়। এ সময় তার পা পিচলে পুকুরের গভীর পানিতে ডুবে যায়। পরে তাকে অনেক খোজাখুজি শেষে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।
এ ব্যাপারে নিহতের প্রতিবেশী আবু তাহের জানান, পুকুরের পানিতে ডুবে শিশু মরিয়ম ঘটনাস্থলেই মারা গেছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।