প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১৩, রংপুর কর্তৃক রংপুর মহানগরীর তাজহাট থেকে ০৪ জন অপহরণকারী গ্রেফতার; অপহৃত ভিকটিম উদ্ধার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
র্যাব-১৩, রংপুর এর ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গত ০৬/০৪/২০২২ তারিখ গোপন তথ্যের ভিত্তিতে ০৪ জন অপহরণকারীকে গ্রেফতারসহ ০১ জন অপহৃত ভিকটিম’কে উদ্ধার করেন। ভিকটিমের ভাই এর দায়ের করা অভিযোগ থেকে জানা যায় যে, ভিকটিম মোঃ ফরহাদ মিয়া (৩৫), জেলা-নেত্রকোনা একজন দৃষ্টি প্রতিবন্ধী কনট্রাক্টর। ভিকটিম এবং মোঃ মাহবুব, জেলা-নেত্রকোনা একই এলাকার হওয়ায় তারা একই সাথে থাকতো এবং বিভিন্ন কাজকর্ম করত।
গত ০৩/০৪/২০২২ ইং তারিখ ভিকটিম, মোঃ মাহাবুবের সাথে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকাসহ সুনামগঞ্জ দিরাই হতে পঞ্চগড়ে ধান কাটার মেশিন ভাড়া নেওয়ার জন্য রওনা দেয়। কাজ শেষে গত ০৪/০৪/২০২২ ইং তারিখ পঞ্চগড় হতে নিজ বাসার উদ্দেশ্যে রওনা করে অনুমান সন্ধ্যা ০৬.০০ ঘটিকার সময় রংপুর মর্ডাণ মোড় বাস টার্মিনালে পৌছলে ভিকটিম ও মাহাবুবসহ দু’জনে এক সাথে ইফতার করে। তারাবীর নামাজ পর ভিকটিমের মোবাইল হতে ভিকটিমের বাবার মোবাইলে ফোন করে অপহরণকারীরা ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে ভিকটিমকে হত্যা করা হবে বলে হুমকিও প্রদান করে। পরবর্তীতে ভিকটিমের ভাই নিরুপাই হয়ে র্যাব-১৩, রংপুরের সাথে মোবাইলে যোগাযোগ করেন। ঘটনাটি র্যাব-১৩ অবহিত হওয়ার সাথে সাথে অপহৃত ভিকটিম’কে উদ্ধার এবং অপহরণকারীদের’কে গ্রেফতার করার জন্য ছায়া তদন্ত শুরু করেন।
এরই ধারাবাহিকতায় গত ০৬/০৪/২০২২ তারিখ সকালে গোপন তথ্যের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন মর্ডাণ মোড় হতে অপহৃত ভিকটিম’কে উদ্ধারসহ ০৪ জন অপহরণকারী ১। মোঃ মাহাবুব (২৪), জেলা-নেত্রকোনা, ২। মোঃ রুবেল (২০), ৩। মোঃ মোনায়েম (১৮) এবং ৪। মোঃ মুন্না (১৮) সকলেই জেলা-রংপুরদের’কে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মোঃ মাহবুব আগে থেকেই এই পরিকল্পনা করে রেখেছিল। ভিকটিম দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় সে সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল। তার এই অপকর্ম বাস্তবায়নের জন্য অন্য ০৩ জনকে আগেই খবর দিয়ে রেখেছিল। গ্রেফতারকৃত অপহরণকারীরা এই অপহরণের সাথে তাদের সম্পৃক্তার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত অপহরণকারী এবং উদ্ধারকৃত ভিকটিমের সাথে কথা বলে জানা যায় যে, পূর্ব পরিকল্পনা করে অপহরণকারীরা পরস্পর যোগ সাজসে চাঁদা দাবী, চাঁদা গ্রহণ করার নিমিত্তে মারপিট ও ভয়-ভীতি দেখিয়ে চেতনা নাশক দ্রব্য সেবন করিয়ে ভিকটিমকে আটকে রাখে।
গ্রেফতারকৃত অপহরণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রংপুর মহানগরীর তাজহাট থানায় হস্তান্তর করা রয়েছে। মূলকপি স্বাক্ষরিত/--- মাহমুদ বশির আহমেদ ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে মোবাঃ ০১৭৭৭৭১১৩০৩ তারিখঃ ০৮/০৪/২০২২ খ্রিঃ। বিঃ দ্রঃ-নিউজটি অনলাইনে প্রচারের পর লিংকটি নিচের ই-মেইল এ পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ড়ঢ়ংনৎৎধন১৩@মসধরষ.পড়স
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]