প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ১২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২২, ৮:১২ পি.এম
শাহজাদপুরে পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবীতে মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন ॥
আসাদুর রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) উপজেলা শাখার উদ্দ্যোগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহঃবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতি শাহজাদপুর উপজেলা সভাপতি হাজী এ্যাড. আব্দুল খালেকের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান’র সাধারণ সম্পাদক নবী নেওয়াজ বি,এস,সি’র সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন,
জামিরতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হায়দার আলী, শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, ঠুটিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল পাশা,কৈজুরী মহিউল আলম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ তৌহিদুল আলম আনছারী, পোরজনা এম,এন, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলী বি,এস,সি, পোতাজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে,এম, শামীম হোসেন, রতনকান্দী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া, হলদিগর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ গোলাম মওলা, নরিনা ইউনিয়ন দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আবুল বাশার,পোতাজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ
ফজলুল হক,পাড়কোলা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ শরিফুল হক,নুকালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ রুহুলআমিন, তালগাছী আবু ইসআক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ আক্তার, সাইফুদ্দিন এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল্লাহ জুয়েল, বেতকান্দী দাখিল মাদ্রাসার সুপার ভারপ্রাপ্ত মোহাম্মদ আলী, বেনুটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকআঃ সোবাহান,কায়েমপুরউচ্চবিদ্যালয়েরপ্রধান শিক্ষক হাফিজা খাতুনসহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
বক্তারা ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ তাদের নায্য দাবী মেনে নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করা হবে বলে আল্টিমেটাম দেন শিক্ষামন্ত্রীর প্রতি। উল্লেখ্য মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় সহ্রধিক শিক্ষক কর্মচারী উপস্থিত হন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।