প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২২, ৮:০৮ পি.এম
চিরিরবন্দরে ভূমিহীনদের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন
মোঃ গোলাম মোস্তফা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ-
“আশ্রয়নের অধিকার, শেখ হাসিনা উপহার” এই স্লোগানে মুজিববর্ষ উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রেলব্রীজ সংলগ্ন এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার ৫ নং আব্দুলপুর ইউনিয়নের রেলব্রীজ সংলগ্ন এলাকায় গুচ্ছগ্রামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এর উদ্বোধন করা হয়। ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ‘ক’ শ্রেণির পরিবারের জন্য এ গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা।
এসময় তিনি বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আশ্রয়ণ প্রকল্পের আওতায় সকল ভূমিহীন ও গৃহহীন 'ক' শ্রেণির পরিবার পুনর্বাসনের লক্ষে গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার। বর্তমান সরকারের আমলে দেশের কেউ গৃহহীন থাকবে না"।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনোয়ারুল ইসলাম, ৫ নং আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিম সরকার প্রমূখ। প্রসঙ্গত, এ উপজেলায় ৩য় দফায় মোট ১৫৫ টি গৃহনির্মাণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন সূত্র।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।