বেল্লাল হোসেন বাবু, নাটোর:
নাটোরের সিংড়া উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন এলাকা হিসেবে ঘোষণা করা হলেও হঠাৎ করেই বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তির শিকার সিংড়াবাসী। শতভাগ বিদ্যুতায়ন এলাকা হলেও বর্তমানে হচ্ছেনা নিয়মিত বিদ্যুৎ সরবরাহ। তাই ঘনঘন লোডশেডিং আবার বিদ্যুৎ থাকলেও লো ভোল্টেজের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে উপজেলার প্রতিটি গ্রাম/মহল্লার বাসিন্দাদের।
বিশেষ করে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় আরাধনার মাস পবিত্র মাহে রমজানে লোডশেডিংয়ে এই তীব্র গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন সকল মুসল্লিরা। বিদ্যুতের এমন আসা-যাওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে। সিংড়াবাসীর অভিযোগ, রমজান মাসের শুরু থেকেই বিশেষ করে তারাবিহর নামাজ, সেহেরি ও ইফতারের সময় লোডশেডিং দেখা দেয়। যার ফলে তীব্র গরমের মধ্যে নামাজ আদায় করতে হচ্ছে।
এছাড়া নিয়মিত লোডশেডিংয়ে ফসলি মাঠে ব্যাহত হচ্ছে সেচ ব্যবস্থা। অপরদিকে ব্যাঘাত ঘটছে পৌর এলাকায় পানি সরবরাহে। এরজন্য বিদ্যুৎ অফিস কর্তপক্ষের গাফিলতিকে দায়ী করছেন গ্রাহকরা। তাই দ্রুত সকল সমস্যা সমাধান করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কর্তপক্ষকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান গ্রাহকরা। এ বিষয়ে সিংড়া জোনাল অফিসের কর্মকর্তা (ডিজিএম) প্রকৌশলী শাহাদাৎ হোসেনের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করিলে কোন সাড়া পাওয়া যায় নাই।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]