প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ১০:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২২, ৩:৪১ পি.এম
মান্দায় চাঁদাবাজির অভিযোগে ৩ যুবকের বিরুদ্ধে মামলা: আটক ১
আকতারুজ্জামান নাইম নওগাঁ :
নওগাঁর মান্দায় ৩ যুবকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মেসার্স তামান্না ট্রেডার্সের সত্ত্বাধিকারী সারোয়ার জাহান মান্দা থানায় একটি মামলা দায়ের করেছে। সারোয়ার জাহান উপজেলার জোতবাজারের একজন তৈল ব্যবসায়ী ও বাগমারা উপজেলার সুজন পালশা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
অপরদিকে অভিযুক্তরা হলেন, উপজেলার জোতবাজার এলাকার শাকিব ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী বেলাল হোসেন (৩২) এবং রাজশাহী জেলার বাগমারা উপজেলার দামনাশ গ্রামের এনায়েত উদ্দিনের ছেলে, মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউপির নুরুল্যাবাদ গ্রামের আইনাল হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৩) এবং একই গ্রামের বুধার ছেলে মিলন হোসেন (৩০)।
অভিযোগ সূত্রে জানা গেছে, মেসার্স তামান্না ট্রেডার্সের স্বত্বাধিকারী সারোয়ার জাহান বুধবার (৬ এপ্রিল) আনুমানিক রাত দেড়টার দিকে তার দোকানে ট্যাঙ্ক-লরি থেকে তেল নামানোর সময় মামলার ১ নম্বর আসামি অভিযুক্ত বেলালের নির্দেশে অন্য আসামিরা সঙ্গবদ্ধ হয়ে এসে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এ সময় সারোয়ার জাহান উক্ত টাকা দিতে অস্বীকার করায় দোকানে থাকা তার ছোট ভাই আলী আকবরকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি প্রদান করেন। তখন নিরুপায় হয়ে সারোয়ার জাহান থানা পুলিশকে বিষয়টি অবগত করার পর পুলিশ ঘটনাস্থলে এসে নাহিদ নামে একজনকে আটক করে থানায় নিয়ে যান।
এ ব্যাপারে মামলার এক নম্বর আসামি অভিযুক্ত বেলালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে না পাওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চাঁদাবাজির ঘটনায় বেলালসহ তিন জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে মামলার ২ নম্বর আসামি নাহিদকে আটক করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।