প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৪:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২২, ৩:২৮ পি.এম
ফরিদপুরে এওয়াজ বদলকৃত জমি বাদব চাঁদা না দেওয়ায় প্রতিপক্ষের হুমকি
মোঃ রিফাত ইসলাম জেলা প্রতিনিধি ফরিদপুর:
এওয়াজ বদলকৃত জমি বাদব চাঁদা না দেওয়ায় উক্ত জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়েছে প্রতিপক্ষ । এ বিষয়ে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় একটি সাধারন ডায়েরী অন্তর্ভুক্ত করেছেন ভুক্তভোগী উপজেলার করিয়াল গ্রামের মৃত নজরুল ইসলাম এর স্ত্রী মোসা: নিলুফার সুলতানা, যার নং ৮৩৫, তারিখ : ১৯/৩/২০২২। থানার সাধারন ডায়েরী ও ভুক্তভোগীর ভাষ্যমতে জানা যায়, উপজেলার শ্রীরামদীয়া মৌজার এস.এ. দাগ নং ২১৫,২১৭,২১৮,২১৯ ও আর এস নং ২০২ এর কাতে মোট ৩১ শতক জমি ক্রয় করে চাষাবাদ করে আসছিলেন। এর মধ্যে এর মধ্যে তার চাচা শশুর কাজী গোলাম মর্তুজার অনুরোধে তার দেবর ও এলাকাবাসীর উপস্থিতিতে উক্ত ক্রয়কৃত জমি এওয়াজ বদলের সিন্ধান্ত নেন স্বামীর অবর্তমানে ভুক্তভোগী মোসা: নিলুফার সুলতানা।
এওয়াজ বদলের রীতি অনুযায়ী ঐ বিক্রিত সম্পত্তির বিপরীতে গোলাম মর্তুজা গং এর বিএস খতিয়ান নং ৪৩১ ও বি.এস. ৮২০ নং দাগে মোট ৪৩ শতাংশ, বি.এস. ৮১৯ নং দাগে ৬ শতক, বি.এস. ৮২১ নং দাগে ৩০ শতক, বিএস ৮২২ নং দাগে ৪৮ শতক বিএস ৮২৩ (বাড়ি) নং দাগে ৫১ শতক এর মধ্যে গোলাম মর্তুজার বসত ভিটাসহ পুকুর পাড়, দালান, অস্থাবর স্থাবর জমির ২৯ শতক এওাজ বদল দিয়ে চলে যান। পরে উক্ত সম্পত্তি দীর্ঘ বছর যাবত ভোগ দখলে থাকা অবস্থায় গত ১৮ ই মার্চ শুক্রবার স্থানীয় প্রভাবশালী কাজী হাসেমের পুত্র সাজাহান কাজী, শ্রী রামদিয়া গ্রামের মৃত লাল মিয়ার পুত্র লিটন মোল্লা হুমকি দিয়া উক্ত বাড়ি ছেরে দিতে বলে। এ সময় সাজাহান কাজী হুমকি দিয়া বলে যে এই বাড়িতে থাকতে হলে তাকে ও তার সঙ্গি লিটন মোল্লাকে চাঁদা বাবদ টাকা দিতে হবে। তবে এই চাাঁদার টাকা না দিলে উক্ত চাঁদাবাজদ্বয় নিলুফা সুলতানাসহ তার ছেলেমেয়ে ও পুরো পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করে।
এ বিষয়ে নিলুফা সুলতানা জানান, আমার স্বামী জীবিত থাকা অবস্থায় ৩১ শতক জমি ক্রয় করে চাষাবাদ কওে আসছিলাম্ তবে চাচা শ^সুরের অনুরোধে ক্রয়কৃত সম্পত্ত্ িএওয়াজ বদল করে তার দেওয়া জমিতে দীর্ঘ দিন বসবাস কওে আসছি। কিন্তু হঠাৎ করেই উক্ত চাঁদাবাজদ্বয় চাদার টাকা না পেয়ে আমাদেও প্রাণ নাশের হুমকি প্রদান করেছে। বর্তমানে ঐ চাঁদাবাজদেও ভয়ে ছেলে মেয়ে নিয়ে আতংকে দিন পার করছি। তবে এ বিষয়ে আমি থানা পুলিশকে অবহিত করেছি। তাই সঠিক তদন্তের মাধ্যমে উক্ত চাঁদাবাজদ্বয়ের হাত থেকে রক্ষা করে উক্ত বাড়িতে শান্তিতে বসবাস করার সুযোগ কওে ওদয়োর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন নিলুফা সুলতানাসহ এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।