প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২২, ১:১৩ পি.এম
বরগুনা তালতলীতে শেরে-বাংলা বংশের ভুয়া পরিচয়ে নাম ভাঙ্গিয়ে পারভীনের হুমকি!
মোঃরনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা জেলার তালতলীতে এক মহিলা নিজেকে কখনো আওয়ামী-লীগ নেত্রী, কখনো কখনো শেরে-বাংলা একে ফজলুল হকের বংশধর পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ সাধারণ মানুষের সাথে উদ্ধত্যপূর্ণ আচরণ করা সহ প্রতারণা করে আসছে। প্রতিনীয়ত সে মিথ্যা পরিচয় দিয়ে মানুষকে হুমকি ধমকি দিয়া যাচ্ছে বলে জানাগেছে।
কয়েকদিন পূর্বে মুঠোফোনে শেরে-বাংলার বংশধরের মিথ্যে পরিচয়ে হুমকি দিতে গেলে পারভীনের অজান্তে ২টি কল রেকর্ড গনমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে এলাকার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা হুমকি দাতা ওই নারী উপজেলার ৫ নং বড়বগী ইউনিয়নের ফার্নিচার মিস্ত্রি আব্দুর রহিমের স্ত্রী।
মিথ্যা পরিচয়ে, হুমকি প্রধানকারী ওই নারীর এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা গ্রামের মৃত্যু আনোয়ার সর্দারের মেয়ে পারভিন ওরুফে কইতুরি বেগম। তার বংশের কেউ শেরেবাংলা বংশের সাথে জরিত না থাকা সত্ত্বেও তিনি বিভিন্ন কলাকৌশলে মানুষের কাছে মিথ্যা পরিচয়ে নাম ভাঙ্গিয়ে হুমকি ধামকিসহ অর্থ দাবি করে বসছেন।
এবিষয়ে পারভীনের সাথে যোগাযোগের জন্য একাধিক বার ফোন করেও তাকে ফোনে পাওয়া যায়নি বিধায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে শেরে বাংলা একে ফজলুল হকের দৌহিত্র এবং প্রয়াত সাবেক মন্ত্রী একে ফায়জুল হকের বড় ছেলে ফাইয়াজুল হক রাজু বলেন, এদেরকে আমি চিনিনা। আর আমি বুজতে পারছিনা এরা কেন আমাদের বংশের পরিচয় দিয়ে অপরাধে জড়িত হচ্ছে? এদের অধিকার নেই আমাদের বাপ দাদার বংশের নাম ভাঙ্গিয়ে কোন অপরাধের সাথে জড়িত হওয়া এবিষয়ে তালতলী থানার অফিসারের সাথে আমি কথা বলবো।
তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অনুসন্ধান করে জানা গেছে, পটুয়াখালীর বাউফলের কাজী মোঃ ওয়াজেদ ও সাইদুন্নেছা খাতুনের একমাত্র পুত্র শেরেবাংলা একে ফজলুল হক এবং তার পুত্র ফায়জুল হক। তার সন্তানরা হল, একে ফাইয়াজুল হক (রাজু), ফারানাজ (রিপা), ফারজুল হক (ফায়সাল) ব্যারিস্টার একে ফজলুল হক জুনিয়র (পিক্কু), ফারসামিন হক ইকবাল (ফ্লোরা), ফাহসিনা হক (লীরা) এবং ফাহমিনা হক (শেমা)।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।