প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২২, ১২:৫৬ পি.এম
শরীয়তপুর -গোসাইরহাট স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
রিপোর্টঃ মোঃ ওবায়েদুর রহমান সাইদ শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর গোসাইরহাট কুচাই পট্রি স্কুলের ভর্তির টাকা না দেয়ায় অভিমানে এক শিক্ষার্থী গলায় ফাসঁ দিয়ে আত্ম হত্যা। ৬ ই এপ্রিল বুধবার সকাল ১১ টার দিকে কুচাই পট্টি ইউনিয়নে কুলচুরি পাতার চর গ্রামে নিজ ঘর থেকে জুলন্ত অবস্থায় এক স্কুল শিক্ষার্থীরকে উদ্ধার করে এরপরে স্থানীয়দের সহযোগিতায় গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক অবস্থা অবনতি হওয়ায় শরীয়তপুর সদর হাসপাতালে রেফার করেন এবং সেখানে প্রথমিক চিকিৎসা দেয়া হলে কিছুটা উন্নত দেখা দেয় এরপরে ৪ টার দিকে মারা যায়।
পরিবার সুত্রে জানা যায় নিহত অনিমা উরফে (সুরাইয়া) (১৪) গোসাইরহাট উপজেলার কুচাই পট্টি ইউনিয়নের ৭নং ওায়র্ডের কুলচুরি পাতার চর গ্রামের আলমগীর হোসেন মোল্লার (৪৫) তিনি পেশায় দিন মজুরি মেয়ে চর মাইজার মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী বুধবার সকালে স্কুলে যাওয়া সময় তার বাবার কাছে স্কুলের ভর্তির জন্য দুইশত টাকা দাবি করে এবং তার বাবা টাকা দিতে না পারায় রাগে অভিমানে তার নিজ ঘরের দর্জা বন্ধ করে দেয় কিছুক্ষণ পরে ঘরে গলায় রশি দিয়ে আত্ম হত্যার চেষ্টা করে তার বাবা দর্জা ভেঙে ঘরে ঢুকে তাকে গলায় ওড়না দিয়ে জুলন্ত অবস্থায় দেখতে পায় পরে সেখান থেকে উদ্ধার করে।
গোসাইরহাট থানা এস আই শহিদুল ইসলাম বলেন স্কুলের ভর্তির টাকা না দেয়ায় তার বাবার সাথে অভিমান করে সুরাইয়া নামের ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীর গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে মর্ঘে পাঠানো হয়ছে এ বিষয় কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।