ময়মনসিংহ জেলা আইন শৃংখলা কমিটির সভায় মহাসড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত বাস্তবায়নে ত্রিশাল উপজেলার মহাসড়কেরর পাশে বাজার ও অবৈধ স্থাপনা অপসারনে নোটিশ প্রদান করা হয় একাধিকবার। নোটিশে কোন কাজ না হওয়ায় বুধবার বিকেলে অবৈধ স্থাপনা উচ্ছেদে পরিচালনা করা হয় ভ্রাম্যমান আদালতের অভিযান।
বিকেলে ত্রিশাল থানার একটি টীম নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মান, বাজার মূল্য মনিটরিং করে একটি মামলায় অর্থদন্ড করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, জেলা আইন শৃংখলা কমিটির সভার সিদ্ধান্ত বাস্তবায়নে রাস্তা ও ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মান, বাজার মূল্য মনিটরিং করা হয়। দখলদারদের সময় বেধে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]