প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৪:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২২, ৯:৫৩ পি.এম
শিক্ষা উন্নয়ন কর্তৃক বৃত্তি প্রদান অনুষ্ঠিত
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলাধীন দুমকী উপজেলার আংগারিয়া ইউনিয়নের শিক্ষা উন্নয়ন কর্তৃক ০৫•০৪•২০২২ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে
গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য করোনা মহামারির কারনে দুই বছর বন্ধ থাকার পর এবছর শুরু হয় ধারাবাহিক কার্যক্রম। এবছর ছয়টি শিক্ষা প্রতিষ্টানের মোট দুই শতাধিক ছাত্রছাত্রীদের মাঝে খাতা কলম ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আল-ইমরান, উপজেলা নির্বাহী অফিসার, দুমকী, পটুয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম, সহকারী প্রভাষক রসায়ন বিভাগ, সরকারি জনতা কলেজ, দুমকী, পটুয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল হক রাজন, উপদেষ্টা শিক্ষা উন্নয়ন সংঘ ও সাবেক সভাপতি, আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রিয়াজ মাহমুদ হালিম বিশ্বাস, উপদেষ্টা শিক্ষা উন্নয়ন সংঘ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বাবুল চন্দ্র লস্কর, প্রধান শিক্ষক, আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্টানের প্রধান শিক্ষক গন ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ। সভাপতিত্ব করেন মোঃ মাসুদ বিল্লাহ, সভাপতি শিক্ষা উন্নয়ন সংঘ। সঞ্চালনায় ছিলেন মোঃ ফয়সাল মৃধা, সাধারণ সম্পাদক, শিক্ষা উন্নয়ন সংঘ। উপস্থিত ছিলেন শিক্ষা উন্নয়ন সংঘের বতর্মান কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।