প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ১২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২২, ৪:৫৫ পি.এম
নেত্রকোণায় ভোক্তা অধিকার ৩টি দোকানে ৮ হাজার টাকা জরিমানা
নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৩টি দোকানে ৮ হাজার টাকা জরিমানা করেছে।
আজ সকালে জেলার সদর উপজেলার পৌরশহরে মেছুয়া বাজার, মোক্তারপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় ৩টি প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় হাবিবুল্লাহ মাংসের দোকানকে ২০০০ টাকা, মোজাম্মেল হকের তরমুজের দোকানে ১০০০ টাকা জরিমানা করা হয়। এবং অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণ করে ফ্রিজে রাখার দায়ে নুর গোশত বিতানকে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হক ও কৃষি বিপণন কর্মকর্তা মোঃ হাবিল উদ্দীন। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।