প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ১২:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২২, ১০:২৫ পি.এম
সিরাজগঞ্জে প্রধান শিক্ষকের রোষানলে পড়ে স্কুল শিক্ষার্থী রক্তাক্ত
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সদর উপজেলার হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে জুবায়ের (১৩) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরের দিকে সদর উপজেলার হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।জুবায়ের বাগবাটি ইউনিয়নের ধলডোব গ্রামের আশরাফ আলীর ছেলে।
জানা যায় আহত যৃবায়েরের সাথে স্কুলে এক সহপাঠীর সঙ্গে কথা কাটাকাটি হয়।ওই ঘটনার বিচারের কথা বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম জুবাইরকে কক্ষে ডেকে নিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেন। পরে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলামের কোন মন্তব্য পাওয়া যায় নাই। তার মোবাইল নম্বরে কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশুকাতে রাব্বী বলেন, স্কুলছাত্রকে পিটিয়ে জখম করার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।