প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২২, ৭:৫৫ পি.এম
ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্বেচ্ছাসেবি সংগঠন ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর ইফতার মাহফিল ও ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের দুধকুমার নদ দ্বারা বিচ্ছিন্ন পাইকডাঙ্গা চরে প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় শতাধিক চরবাসি অংশ গ্রহন করে।
উক্ত অনুষ্ঠানে ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী আশিকুর রহমান আশিক উপস্থিত ছিলেন। তিনি জানান, আজ প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে কোন সাংস্কৃতিক আয়োজন নয়, নয় কোন গেট টুগেদার; এক কথায় কোন বিলাসিতার আয়োজন করিনি। আমরা এই পবিত্র রমজান মাসে প্রান্তিক জনগোষ্ঠী বা যারা সুবিধাবঞ্চিত, তাদের সাথে ইফতারের আয়োজন করেছি। আমাদের উদ্যোগটা সামান্য। কিন্ত মনের সন্তষ্টির জন্য এটাই সবচেয়ে ভালো উদ্যোগ বলে আমরা মনে করি।
ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহ-সভাপতি রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাইকডাঙ্গা জামে মসজিদের সম্মানিত ইমাম, মসজিদের মুসল্লিসহ এলাকাবাসী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির অর্থ সম্পাদক রাসেল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক খবিরুল ইসলাম স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, দপ্তর সম্পাদক জাহিদ হাসান নিলয়, শিক্ষা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন, কার্যনির্বাহী সদস্য সেলিম হোসেন, জয়মনিরহাট ইউনিয়ন শাখার সভাপতি রাসেল, পাইকেরছড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মিরাজসহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।