প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৪:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২২, ৭:৪২ পি.এম
কিংবদন্তি ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত
বোয়ালখালী পৌরসভা চট্টগ্রাম
একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ৫ এপ্রিল বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী শিল্পীর বাস্তভিটায় ভাস্কর্য চত্বরে তাঁর স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যাগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল ঢোলবাদন, সঙ্গীত, আবৃত্তি ও আলোচনা সভা।
এবং বিকাল চারটায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে পুষ্পমাল্য ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরিচালক ও সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব জলদাস এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন শিল্পীগোষ্ঠীর সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব রাজ বড়ুয়া, উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পী পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী শ্রী বাবুল জলদাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র ও কমিশনার শেখ মোঃ আরিফ উদ্দিন জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক বাণীব্রত চৌধুরী বড়ুয়া, শিক্ষক মৃদুল কান্তি বড়ুয়া, অর্ধেন্দু বড়ুয়া, সমাজসেবক জেশু বড়ুয়া চৌধুরী, লিটন শীল।
এতে বক্তব্য রাখেন শিল্পী বিধান দাস, বকুল বড়ুয়া, দোলন জলদাশ, আশুতোষ দাশ, মোঃ এসকান্দর, কালীপদ দাস, নীলা দাস (মণি), রত্না নাথ (জয়া), অর্পিতা ঘোষ, শিমু দাস, অনিক দাস, রাধিকা দাস, মোঃ বেলাল হোসেন, শয়ন দাস প্রমুখ।
বিজ্ঞপ্তি
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।