পুলিশ সূত্রে জানা যায়, ‘দুপুরে কার্পাসডাঙ্গা ক্যাম্প থেকে নিজ মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় সদর থানা মার্কেটের কমিউনিটি পুলিশিং ব্যাংকে টাকা উত্তোলনের জন্য আসছিলেন আবু বক্কর। পথের মধ্যে দামুড়হুদার পুরাপাড়া রাজা ব্রিক্স ইটের ভাটার সামনে পোঁছালে একটি অপরর একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান তিনি। এসময় সামনে থেকে আসা একটি মহিশ ভর্তি লাটাহাম্বারের চাকার নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুপুর দেড়টার দিকে পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা আবু বক্কর নামের এক ব্যক্তিকে জরুরি বিভাগে নেয়। তিনি সড়ক দুর্ঘটনার আহত হয়েছেন বলে জানতে পাড়ি। তবে জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। হাপসাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়।’
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]