কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা ॥
পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এর বিরুদ্ধে উপবৃত্তির একাউন্ট খুলতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উক্ত বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী অভিভাবক রফিকুল ইসলাম এর লিখিত অভিযোগে জানা যায়, প্রধান শিক্ষক মিজানুর তার মেয়ের উপবৃত্তির একাউন্ট খুলতে তিনশত টাকা নেয়।
রফিকুল ইসলাম আরও জানান উপবৃত্তির একাউন্ট খুলতে ৫০-১০০ টাকা লাগে অথচ প্রত্যেক অভিভাকের কাছ থেকে তিনশত টাকা করে নিয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, আমি শিক্ষার্থীদের একাউন্ট করতে দুইশত টাকা করে নিয়েছি। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, একাউন্ট খোলার ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার কোন সুযোগ নেই তবে যদি নিয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]