প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ১০:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২২, ১:০০ পি.এম
জনগণের পথচলাচলের অনুপযোগ কার্লভার্ট বহুদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায়
মোঃ আব্দুল্লাহ বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বেশ জনবহুল সড়ক ইছাপুর টু রামনগর সড়কের একটি কার্লভার্ট
দীর্ঘ ৫ বছর যাবৎ ক্ষতিগ্রস্থ অবস্থায় পড়ে আছে। প্রায় ৬ হাজার মানুষের চলাচলের একমাত্র সড়কটির নাজেহাল অবস্থার প্রেক্ষিতে জনগণসাধারণ সহ স্থানীয় প্রতিনিধি বিচলিত। কখন যে দুর্ঘটনার বয়াল থাবায় পতিত হয় এ নিয়ে জনসাধারণের মনে আতঙ্ক বিরাজ করছে। চেয়ারম্যান মেম্বার তারা তাদের নির্বাচনি মেয়াদ শেষ করেন এক প্রকার গাঁ ডাকা দিয়ে। তাদের নজরে আসে নি এই সড়কটি যে প্রকৃতপক্ষেই
সংস্কারের অপেক্ষমান।
জনসাধারণ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে সড়কের বয়াল দৃশ্য অনুধাবন করে। তবে কি আদৌ সংস্কার হবে না প্রায় ৬ হাজার মানুষের যোগাযোগের প্রধান ও অন্যতম ইছাপুর টু রামনগর সাড়ক টি। যদি দ্রুত এই কার্লভার্ট যান ও মানুষের চলাচলের উপযোগী করে তোলা হয় তাহলে জনমনে খানিকটা স্বস্তি ফিরে আসবে। ৪নং ষোলনল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন বলেন, আমি এই সম্পর্কে অবগত হয়েছি এবং আমি দ্রুত সময়ে এর সংস্কার কাজ শুরু করব।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।