হেলাল উদ্দিন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি বান্দরবানঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল মেম্বার ৩৭ হাজার ৮ শত পিস পিস ইয়াবা সহ র্যাব জালে আটক হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেতবুনিয়া বাজার এলাকার তার নিজ বাস ভবন থেকে তাকে আটক করেন তারা। র্যাব-১৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।এদিকে আটক কামাল উদ্দিন(৪৮) ঘুমধুম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বেতবনিয়া বাজার এলাকার আলতাফ হোছনের ছেলে। সে কামাল উদ্দিন ঘুমধুম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
তাকে সোমবার বিকেলে ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়। নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি টানটু সাহা বিষয়টি সত্যটা নিশ্চিত করে বলেন,এক কাট ইয়াবায় ১০ হাজার পিচ হিসেব করে ৫ কাটে ৪০ হাজার পিস র্যাব জব্দ করে বলে যেটি বলা হলেও মূলত সকলের উপস্থিতে গুনে ৫ কাট ইয়াবা প্যাকেটে পাওয়া গেছে ৩৭ হাজার ৮০০ পিস। যা নিয়ে কামাল উদ্দিন কে আসামী করে তারা মামলা রুজু করছেন।
স্থানীয়রা জানান,তিনি এর আগেও ইয়াবা মামলায় আটক হয়ে জেল খেটেছিল। কিন্ত সম্প্রীতি তিনি ইয়াবা সহ মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেও অনেক দাবী করেন। আবার অনেকের দাবী ঘুমধুম ইউনিয়ন পরিষদে কামাল মেম্বারসহ পরিষদের গুরুত্বপূর্ণপদের অনেকেই এ পেশার সাথে জড়িত বলে তারা মনে করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]