প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৭:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২২, ৪:৩৬ পি.এম
নেত্রকোণার পূর্বধলায় উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে জরিমানা ২৪ হাজার টাকা
নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার পূর্বধলা বাজারে উপজেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান রমজানের ২য় দিনে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
আজ সকালে এ অভিযান পূর্বধলা বাজারে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য ও ফলের দোকানে তদারকি করা হয়েছে।
অভিযানে পূর্বধলা উপজেলার ইউএনও জনাব শেখ জাহিদ হাসান প্রিন্স মহোদয় কর্তৃক ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।
এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, মেয়াদবিহীন পণ্য বিক্রি করায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ শাহ আলম কর্তৃক ৮টি প্রতিষ্ঠানকে ২৪০০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব আব্দুল হক এবং পূর্বধলা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব হাশিম উদ্দীন।
কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ শাহ আলম।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।