মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ীতে পুর্ব গৌরীপাড়াস্থ আনোয়ারুল কাদির এর নিজস্ব জমি জনসাধারনের জমি হিসেবে উল্লেখ করে কিছু কতিপয় ব্যাক্তি মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন জমির মালিক দাবিকৃত আনোয়ারুল কাদির।
গতকাল সোমবার সকাল ১০টায় ফুলবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ারুল কাদিব বলেন, জমিদার পূর্ণ চন্দ্র চৌধুরী গং রায়াতি স্বত্বে ভোগ দখল করতেন। সে অনুযায়ী রায়াতি প্রজা গিরিরাজ প্রসন্ন চক্রবর্তী নামে ২০৮ নং সি,এস খতিয়ানে রেকর্ড হয়। রেকর্ড কৃত মালিক তিনটি কবল্ াদলিল মুলে সৈয়দ হাসান মাহমুদের কাছে বিক্রয় করেন। অতঃপর পূর্ণ চন্দ্র চৌধুরী আদালতের মাধ্যমে পূণঃরায় দখল প্রাপ্ত হন। এবং তা ভোগ দখল করে আসছিলেন। পর্ণ চন্দ্র চৌধুরী বাংলা ১৩৫৫ সালে ৪ঠা অগ্রহায়ন মোতাবেক ২০/১১/১৯৪৮ইং তারিখে হুকুমনামা মুলে রায়তি স্বত্বে আমার পিতা আব্দুল জব্বারকে পত্তন দেন। উক্ত পত্তন সুত্রে এস এ ২৩৩ খতিয়ানে আমার পিতা আব্দুল জব্বার নামে রেকর্ড হয়। সেই সম্পত্তি অদ্যবধি আমরা ভোগ দখল করে আসছি।
আমার বাবার রের্কডিও সম্পত্তি বাংলাদেশ স্বাধিনতার পর কিছু সংখ্য ব্যাক্তি জনসাধারণের সম্পত্তি বলে কোটে মামলা দায়ের করেন। সেখানেও রায় আমাদের পক্ষেই আসে । বিবাদিরা কোটে কোন প্রকার সুবিধান না পাওয়ায় কিছু কতিপয় ব্যাক্তিদের সহযোগীতায় গত ১ তারিখে আমার ও আমাদের বিরুদ্ধে ঢাকামোড়ে মানববন্ধন করেন। এতে আমাদের পরিবারের সম্মান খুন্ন হয়েছে। এরই প্রতিবাদে আমরা পরিবারের সদস্যরা আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সাধারণ মানুষের কাছে উপাস্থাপন করছি। সংবাদ সম্মেলনে ফুলবাড়ী প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]