প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ৪:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২২, ১১:৫৫ পি.এম
হবিগঞ্জে পুলিশ সুপার কার্যালয়ের প্রবেশমুখের দুই পাশে গাছ ফেলে সড়ক দখল ॥ ঘটছে দূর্ঘটনা
মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকার পুলিশ সুপার কার্যালয়ের প্রবেশমুখের দুই পাশে গাছ ফেলে সড়ক দখল করে রেখেছে একটি প্রভাবশালী মহল। দেখে মনে হয় না এটি কোনো রাস্তা। এ যেনো স’মিলে পরিণত হয়েছে। আর এসব গাছের টুকরা রাখার কারণে প্রতিনিয়তই দূর্ঘটনা ঘটছে।
স্থানীয়রা জানান, প্রভাবশালী মহল বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে সেগুন, আকাশি, শিলকড়ইসহ বিভিন্ন প্রজাতির গাছ স্বল্প মূল্যে ক্রয় করে এখানে স্তুপ করে রেখেছে। ওই এলাকায় একটি স’মিল রয়েছে। ওই স’মিল থেকেই গাছ চিরিয়ে বিভিন্ন স্থানে পাচার করা হয়ে থাকে। অভিযোগ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর অসাধু ও বনকর্মীদের ম্যানেজ করেই তারা এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রায়ই ওই এলাকা থেকে গাছ পিকআপ ভ্যানে করে বিভিন্ন স্থানে নিয়ে যেতে দেখা যায়। গতকাল সরেজমিনে গিয়ে পুলিশ সুপার কার্যালয়ের প্রবেশ মুখের রাস্তার পাশে শত শত গাছের টুকরা পড়ে থাকতে দেখা যায়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।