পেকুয়া প্রতিনিধি :-
কক্সবাজারের পেকুয়ায় দুইটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি দীর্ঘ ১৭ বছর পর অবশেষে র্যাবের জালে ধরা। ধৃত মো.নুরুল আলম (৪৮) উপজেলার টইটং ইউনিয়নের আলিজ্ঞাকাটা এলাকার হোছন আলীর ছেলে।
গত শনিবার গভীররাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ চট্টগ্রাম এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। র্যাবসুত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত নুরুল আলম টইটং ইউনিয়নের মো.উকিল আহমদ ও নাজির আহমদ চাঞ্চল্যকর পৃথক দুইটি হত্যা মামলার পলাতক আসামি।
হত্যাকান্ডের পর থেকে সে টইটং এলাকা থেকে নিখোঁজ হয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। সে বিগত ১৭ বছর ধরে আত্মগোপন থাকাকালীন এক জায়গায় বেশী দিন অবস্থান করেনি। গ্রেপ্তার এড়াতে সে ঘন ঘন জায়গা পরিবর্তন করে অবস্থান করত। ধৃত আসামিকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন,ধৃত আসামিক আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]