আবুল কাকাম আজাদ। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
কুড়িগ্রামের উলিপুরে আকস্মিক ভাবে ইলেক্ট্রিক শর্টসার্কিটে অগ্নিকান্ডে ভস্মীভূত হলো লক্ষ্মী ফুড ফ্যাক্টরির সরদার পাড়ার সেমাই উৎপাদন ইউনিট।
গত শনিবার রাত সাড়ে আটটার দিকে আকস্মিকভাবে ফ্যাক্টরীর এ ইউনিটে লাগে এ সময় ফ্যাক্টরীর শ্রমিকরা তারাবির নামাজ পড়ছিল। তড়িঘড়ি করে তারা এসে আগুণ নেভানোর চেষ্টা করে ও স্হানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা আসার পূর্বে ফ্যাক্টরী ভস্মীভূত হয়ে যায়। ফ্যাক্টরীর মালিক দাবী ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আগুণে পুড়ে গেছে ৩৭ কেজি ওজনের ৫'শ ১০ খাঁচা সেমাই, ভাজা সেমাই ৬০ খাঁচা, ময়দা বড় বস্তা ৪০টি, ছোট বস্তা, ৪০ টি, সেমাই শুকানোর বাঁশের বাতা স্টিল ট্রে ১'শ টি, বৃহৎ আকারের তন্দুরি ও কারখানার টিনসেড বিল্ডিং ঘর। এগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ ৫৭ হাজার টাকা। ঈদের পূর্বে রমজান মাসে নুতন করে সেমাই উতপাদন করা কর্তৃপক্ষের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
উলিপুর ফায়ার সার্ভিসের সহকারী ষ্টেশন কর্মকর্তা আব্বাস আলী জানান, আমরা যাবার পূর্বে ফ্যাক্টরীর অনেকটা পুড়ে গেছে। উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]