মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরের পুলিশ বক্স সংলগ্ন চৌরাস্তা, সোনাপুর চৌরাস্তা ও বাইপাস সড়কের ব্রীজ থেকে পৌরসভা গেট পর্যন্ত নিত্য ভয়াবহ যানজটে জন ভোগান্তি চরম আকার ধারন করেছে। দীর্ঘদিন থেকে এ অবস্থা বিরাজমান থাকলেও সংশ্লিষ্ট প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন না করায় জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে।
সড়কের উপর সিএনজি, রিক্সা ও ট্রাক স্ট্যান্ড গড়ে উঠা, ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠান, রোড ফারমিট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া শতাধিক ৮থেকে ১০ চাকার বালুবাহী গাড়ী চলাচল এবং ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়াকে দায়ী করছেন সাধারন মানুষ, গাড়ী চালক ও ব্যাবসায়ীরা। তাঁরা এ সমস্যার প্রতিকারে পৌরসভা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন না করার পিছনে সংশ্লিষ্টদের ম্যানেজ করে একটি শক্তিশালী সিন্ডিকেট দৈনিক ও মাসিক ভিত্তিতে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায়েকে দায়ী করছেন। তাই তাঁরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]