প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৭:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২২, ৪:২৫ এ.এম
রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করুন-গাউছিয়া ইসলামিক মিশন
প্রেস বিজ্ঞপ্তি।।
মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন, গাউছিয়া ইসলামিক মিশন, কুমিল্লার চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও সাংবাদিক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, যেখানে রমজান মাস উপলক্ষে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের হাতের নাগালে রাখা হয়, সেখানে বাংলাদেশের মত বৃহৎ মুসলিম দেশে রমজানকে কেন্দ্র করে রোজা শুরুর আগ থেকেই দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। তাই সরকারকে এ বিষয়ে জুড়ালো পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি গতকাল এক বিবৃতিতে এ দাবি জানান। চাল, ডাল, তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে মন্তব্য করেন। তিনি আরো উল্লেখ করেন, গরিব মানুষ তো দূরের কথা অনেক মধ্যবিত্ত ফ্যামিলিও সংসার চালাতে হিমশিম খাচ্ছে বলে মন্তব্য করেন। দুর্নীতিবাজ, অতিলোভী, মুনাফাখোর, মজুদদারদের কারণে পণ্যমূল্য বেড়ে চলছে।
এ দুরবস্থা থেকে দেশবাসীকে রক্ষায় সরকারকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখার, দ্রব্যমূল্য কমিয়ে- মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।