প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ১২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২২, ১০:২২ পি.এম
বাংলাদেশ স্কাউটস কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম পটুয়াখালীর জুবলীয়ান!
মুনতাসির তাসরিপ, নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ স্কাউটস কর্তৃক আয়োজিত ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের তাৎপর্য বিষয়ক রচনা প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছেন পটুয়াখালী জুবিলী উচ্চ বিদ্যালয়ের রুবাইয়েত হক মেহেদী।
তিনি বর্তমানে এসএসসি পরীক্ষার্থী। স্কাউড দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৩০ মার্চ বাংলাদেশ স্কাউটস থেকে রচনা প্রতিযোগিতায় রুবাইয়েত কে সারা বাংলাদেশের মধ্যে প্রথম হিসেবে গণ্য করা হয়। এর পরপরই বিষয়টি ছড়িয়ে পড়ে পটুয়াখালীতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন বার্তা পাঠান তার বন্ধু-বান্ধব ও পটুয়াখালী জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা৷
তিনি বিভিন্ন অনলাইন ভিত্তিক পত্রিকায় শিশু সাংবাদিক হিসেবে কাজ করেন এবং পটুয়াখালী জুবিলী উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী ও সৃজনশীল প্রতিভাসম্পন্ন ছাত্র।
আজ (২ এপ্রিল) তিনি বাংলাদেশ স্কাউটস আয়োজিত রচনা প্রতিযোগিতায় সমগ্র বাংলাদেশে প্রথম স্থান অর্জন করায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিউটের সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও সাবেক সচিব অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, দুদকের কমিশনার ও সাবেক সচিব এবং স্কাউটের জাতীয় কমিশনার জনাব ড. মোঃ মোজাম্মেল হক খান সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণের হাত থেকে পুরস্কার গ্রহন করেন।
এ বিষয়ে পটুয়াখালী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, মোঃ রুহুল আমিন জানান, রুবাইয়েত আমাদের স্কুলের একজন উজ্জ্বল নক্ষত্র। তার এ অর্জন আমাদের স্কুলের জন্য এবং সমগ্র পটুয়াখালী বাসীর জন্য আনন্দের। তিনি স্কুলের ক্রিড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত। তিনি রচনা প্রতিযোগিতায় প্রথম হওয়ায় আমাদের বিদ্যালয়কে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলো।
রুবাইয়েত হক মেহেদী 'র কাছে তার অনুভুতির কথা জানতে চাইলে বলেন, আমি খুব আনন্দিত। আমার এ অর্জনে সবাই খুশি। যারা আমাকে বিভিন্ন মাধ্যমে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন তাদের জন্য আমার ভালোবাসা রইল। ভবিষ্যতে তিনি এমন সৃজনশীল কাজে ভালোভাবে মনোনিবেশ করতে চান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।