প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ১২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২২, ৯:৩০ পি.এম
সিরাজগঞ্জে পল্লী কম্পিউটার ট্রেনিং এন্ড চারুকলা ইন্সটিটিউটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে পল্লী কম্পিউটার ট্রেনিংএন্ড চারুকলা ইন্সটিটিউটে ০৬ মাস মেয়াদি কোর্সে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২ রা এপ্রিল) সকাল ১০.৩০ মিনিটে পল্লী কম্পিউটার ট্রেনিং এন্ড চারুকলা ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আজিম উদ্দিনের পরিচালনায় ইন্সটিটিউটের নিজস্ব হল রুমে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সদস্য আলহাজ্ব মোঃ গোলাম রব্বানী তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি অত্র প্রতিষ্ঠানের ভূয়শী প্রসংসা করেন। বেকার সমস্যা দুর করতে পল্লী কম্পিউটার ট্রেনিংএন্ড চারুকলা ইন্সটিটিউট আরও বেশি করে অবদান রাখবে বলে তিনি প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, প্রযুক্তি নির্ভর এই সময়ে বিশ্বায়নের লক্ষে পুরুষদের পাশাপাশি নারীদেরকেও প্রযুক্তির শিক্ষায় এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- রতনকান্দি ইউনিয়ন পরিষদের সভাপতি মোঃ সাইদুল ইসলাম (জুড়ান), সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান (বিপ্লব), ছোনগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মাদ আলী জিন্নাহ, মোঃ শহিদুল ইসলাম শহিদ, সহসভাপতি, বাগবাটী ইউনিয়ন আওয়ামীলীগ, মোঃ আসলাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ, মোঃ আবু তালেব, সভাপতি, হরিনা পিপুলবাড়ীয়া বাজার বনিক সমবায় সমিতি, মোঃ কামরুল হাসান, মোঃ রায়েল তালুকদারসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।