প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৩:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২২, ৫:২৫ পি.এম
বরিশালের হিজলায় কারেন্ট জালের রমরমা ব্যবসা পিতা-পুত্রকে আটক
এস এম মনির, হিজলা উপজেলাঃ হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলায় সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ এর নেতৃত্ব হিজলা নৌপুলিশ উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের দেবুয়া এলাকায় ১ এপ্রিল বিকাল ৫ টার দিকে অভিযান চালিয়ে জামাল বেপারির বসত ঘর ও দোকান থেকে ১৭ বস্তা কারেন্টজাল আটক করে, সাথে সাথে জামাল বেপারী ও তার ছেলে ইয়াছিন বেপারিকে আটক করে। আটককৃত কারেন্ট জালের বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা ।
পরে আটককৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা পরিষদ মাঠে স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনস্ট করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বকুল চন্দ্র করিরাজ আটকৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে জামাল বেপারীকে ৫০ হাজার টাকা ও তার ছেলে- ইয়াসিন বেপারীকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।