ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর স্বামী আব্দুল রশিদ (৪৫) নামে এক কৃষকের আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতারে মর্গে প্রেরন করেছেন। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে উপজেলার দুলার হাট থানার নীল কমল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর যমুনা গ্রামের শশুর আঃ মালেকের বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ উপজেলা দুলার হাট থানার নীল কমল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আলী ফরাজীর ছেলে। সে দীর্ঘদিন শশুর বাড়িতে বসবাস করে আসছিলেন। নিহত কৃষকের ভাই মো. সবুজ জানান, ভাই আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে শ্বশুর আঃ মালেকের বাড়িতে বসবাস করে আসছেন। তার দুইটি কণ্যা সন্তান ও একটি ছেলে সন্তান রয়েছে। সোমবার (২৮ মার্চ) ভাইয়ের এক মেয়ের বিয়ে ঠিক করেন তার শ্বশুর ও স্ত্রী আমিরুন বেগম (টুনি)। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে।
এ ঘটনার পরে ওইদিন বিকেলে ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন ইঁদুর মারার বিষপানে অসুস্থ হয়েছে বলে তাকে দুলারহাট ক্লিনিকে নিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে সেখান থেকে আবার চরফ্যাশন উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সবুজ অভিযোগ করে আরো বলেন, ভাই আব্দুল রশিদকে তার শ্বশুরবাড়ির লোকজন হয়তো পিটিয়ে হত্যা করেছে নয়তো সে শ্বশুরবাড়ির লোকজনের মারধর সইতে না পেরে বিষপান করেছে। তবে আব্দুল রশিদের শ্বশুর মালেক এ ঘটনায় বিষয় বলেন, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিত-া হয়। তাই স্ত্রীর সঙ্গে অভিমান করে ইঁদুর মারার ওষুধ খায় সে।
দুলারহাট থানার ওসি মো. মুরাদ হোসেন এ ব্যাপারে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন এলে আমরা নিশ্চিত হতে পারবো এটা হত্যা নাকি আত্মহত্যা।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]