প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৩:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২২, ৮:৪২ পি.এম
কুমিল্লা -৫ এর সাবেক এমপি অধ্যাপক মো. ইউনুস এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।
রোববার ২৭ মার্চ কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মনপাড়া) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। অধ্যাপক মোহাম্মদ ইউনুস ফাউন্ডেশনের আয়োজনে রোববার সকালে মরহুম সাবেক এমপি অধ্যাপক মোঃ ইউনুসের গ্রামের বাড়ি বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর গোপীনাথপুরের পারিবারিক কবরস্থানে কুরআন খতম ও কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। কবর জিয়ারাতে কুমিল্লা-৫ এর বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক পিপি অ্যাডভোকেট আবুল হাসেম খান ও অধ্যাপক ইউনুস ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলমসহ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতারা দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পরে এ নেতার বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক পিপি অ্যাডভোকেট আবুল হাসেম খান এমপি। তিনি বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনুস ছিলেন এই জনপদের অহংকার। দলমত নির্বিশেষে সকল মানুষের প্রিয় নেতা ও অভিভাবক ছিলেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা স্মরণ করে হাসেম খান এমপি বলেন, মুক্তিযুদ্ধের পর অবিভক্ত বুড়িচং এ একজন নেতার খোঁজে তিনিসহ সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু তৎকালে চট্টগ্রাম কলেজে শিক্ষকতায় নিয়োজিত অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে ৭৩ এর পার্লামেন্ট নির্বাচনের জন্য এলাকায় নিয়ে আসেন। অধ্যাপক ইউনূসকে বুড়িচং-ব্রাহ্মনপাড়ার উন্নয়নের রূপকার উল্লেখ করে এই আওয়ামীলীগ নেতা বলেন, অধ্যাপক ইউনুস ছিলেন বুড়িচং-ব্রাহ্মনপাড়ার রাজনীতির শিক্ষক ও অভিভাবক।
অধ্যাপক ইউনুস ফাউন্ডেশনের সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পিপি অ্যাড. আ হ ম তাইফুর আলম এর সভাপতিত্বে ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ হাসেমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও আখলাক হায়দার, উপজেলা চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান, সোনার বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন,সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোঃ আবু তাহের চেয়ারম্যান, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদেরের চেয়ারম্যান সাবেক ভিপি মনির হোসাইন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফ তুহিন, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল,জাতীয় পার্টির দক্ষিণ জেলা নেতা গোলাম বায়েজিদ সৌরভ, উপজেলা জাপা সভাপতি মোঃ জসিম উদ্দিন মাষ্টার, সাবেক সভাপতি নুরুল হক মাষ্টার।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ আবু ইউসুফ, অধ্যক্ষ হাজী মোঃ আবু তাহের, অধ্যাপক মোতালেব হোসেন, অধ্যাপক মোঃ আবুল হাসেম, অধ্যাপক মোঃ নুরুল ইসলাম, অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, অধ্যাপক এরশাদুল হক প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাপা সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তবর্গ।
স্মরণসভায় অধ্যাপক মোহাম্মদ ইউনুস ফাউন্ডেশনের মহাসচিব বদরুল হাসান লিটন স্বাগত বক্তব্য রাখেন। আর ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর অধ্যাপক ইউনূসের জ্যেষ্ঠপুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী ড. মোহাম্মদ নাজমুল হাসান শাহীন ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত সবার কাছে দোয়া চান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্মরণ সভা শেষে মরহুম সাবেক এমপি অধ্যাপক মোঃ ইউনুসের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।