উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
কচুয়ায় সংবাদ সম্মেলন করে ধোপাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ মামুনুর রশিদ (৩২) স্বেচ্ছাসেবক লীগের কচুয়া থানার সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছেন।
১৪ নভেম্বর বিকাল ৫ টায় কচুয়া প্রেসক্লাব হল রুমে কচুয়া উপজেলার উত্তর মাধবকাঠী গ্রামের মোঃ আব্দুর ছত্তার শেখ এর ছেলে মোঃ মামুনুর রশিদ সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।
লিখিত সংবাদ সম্মেলনে উল্লেখ্য করে বলেন, বিগত দিনে আওয়ামী সরকার বাংলাদেশের সর্বস্থরের মানুষকে তার দুঃশাসনের ফাঁদে ফেলে জিম্মি করে রেখে ছিল। আমিও তাদেরই মতো একজন। হাজার অন্যায় দেখেও আমাদের করণীয় কিছুই ছিলো না। আমরা ছিলাম হাতের পুতুলের মতো, আমিও অন্য সবার মতো জিম্মি ছিলাম। তাদের বিরুদ্ধে যাওয়ার কোন সুযোগ ছিল না। কারন প্রতি পদে পদে ছিল প্রাণ নাশের হুমকি। আলহামদুলিল্লাহ আজ ছাত্র জনতা ও সর্বস্তরের জনসাধারনের বিপ্লবের মাধ্যমে বর্তমানে নতুন সূর্য উদয় হয়েছে। ঘনকালো সেই আধার চিরে আজ আমরা আলোর পথ দেখতে পাচ্ছি। আমরা চাই নতুন ভাবে নতুন আঙ্গিকে চির সবুজ এই দেশটাকে গড়তে। সে লক্ষ্যে আমিও আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। তাই আমি স্ব-জ্ঞানে সেচ্ছায় উক্ত দল থেকে পদত্যাগ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদানের ইচ্ছে পোষন করছি। আমি সেচ্ছায় এমন সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে আমাকে কেউ কোন ভাবে প্রভাবিত করেনি।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]