প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৬:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ৩:৩৯ পি.এম
পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে জোরপূর্বক রোগীকে ছাড়পত্র দেওয়ার অভিযোগ।
মোস্তফা মিয়া - পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জোরপূর্বক রোগীর ছাড়পত্র দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ নভেম্বর) ২০২৪ইং বিকেলে একজন রোগীকে জোরপূর্বক ছাড়পত্র দিয়ে বের করে দিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
অভিযোগে রোগীর স্বজন মাহমুদা বেগম বলেন, তুলারাম মজিদপুর গ্রামের শমসের আলীর ছেলে মিজানুর রহমান (৩৫) গত মঙ্গলবার বিকেলে মারামারিতে মাথা ফেটে যায় এবং তার চিকিৎসার জন্য সন্ধ্যায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মাথায় ৭টি সেলাই দিয়ে ভর্তি করে নেন এবং পরের দিন বুধবার সকাল থেকে রোগীর কোন চিকিৎসা না দিয়ে দুপুরে রোগীর স্বজনদের কিছু না বলে কর্তব্যরত চিকিৎসক নৈশ্য প্রহরী আব্দুল আলিমকে দিয়ে জোড়পূর্বক ছাড়পত্র হাতে ধরিয়ে দেয়। এমনকি রোগীর স্বজনদের সাথে খারাপ ব্যবহার করে বেড ছেড়ে দিতে বলে।
এ অবস্থায় রোগী গুরুতর অসুস্থ্য থাকলেও বেড ছাড়তে বাধ্য করে রোগীর স্বজনেরা জোরালো প্রতিবাদ করলেও রোগীকে বের করে দেয়। পরে সাংবাদিকদের উপস্থিতি দেখে পূনরায় ওই রোগীকে ভর্তি করে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে জানতে চাইলে আবাসিক অফিসার ডা. তারিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।