রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন যে প্রবোনতা শুরু হয়েছে বাংলাদেশের অর্জন ধ্বংস করে দেওয়ার জন্য এখনো কিছু ব্যক্তি চেষ্টা করছে। এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।
আমরা আরেকটা বিপর্যয় আশা করিনা। আমাদের মাথার উপর এখনো বিপদ আছে। কারণ ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে।
প্রধান উপদেষ্টার নিজস্ব একতিয়ার কাজের সুবিধার্থে উপদেষ্টা নিয়োগ করবেন। তবে সেক্ষেত্রে আর সতর্ক হওয়া প্রয়োজন। তারা যেন বিতর্কিত না হয়। এ সরকারকে সহযোগিতা করার প্রয়োজন সকলের কারণ আন্দোলনের আমরাও অংশীদার। ব্যর্থ যেন না হয়। কারন যারা বাংলাদেশের শত্রু তারা যেন কোনভাবেই সুযোগ না পায়।
অন্তবর্তিকালীন সরকার এখন পর্যন্ত নির্বাচনের কোন রোড ম্যাপ দেয়নি। নির্বাচনের জন্য একটি কমিটি করা হয়েছে। আমাদেরকে চিঠি দিয়েছে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। সবচেয়ে বড় বিষয় অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন।
তিনি গত বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা শহরে নিজ বাসভবনে বিএনপি নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন। এর আগে তিনি জেলা বিএনপি কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]