উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় বসতঘর ও দোকানে হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা না হলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের মোঃ গনি দড়ানীর ছেলে আসাদুল ইসলাম (৩৮) এর পরিবারের সাথে পার্শ্ববর্তী ইসমাইল দরানীর ছেলে আবু বক্কর দড়ানী (৫৫) এর পরিবারের সাথে মুরগী যাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার জেরে ঘটনার সূত্রপাত হয়। এদিন আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে আবু বক্করের মামাতো ভাই লড়ারকুল এলাকার আলতাফ সেখ (৫৫) এর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়ে ইউনুস দড়ানীর ছেলে মোঃ রাজু দড়ানী (২৮) এর ইউনিয়ন পরিষদের পাশে গজালিয়া বাজারে থাকা দোকান ভাঙচুর চালায়। এরপর বেশ কিছু লোকজন নিয়ে আসাদুল ইসলামের বাড়ি ঘর ভাঙচুর করে।
আসাদুল ইসলাম বলেন, এ সময় মাছ বিক্রির ১ লক্ষ ৮০ হাজার টাকা, আট আনা ওজনের স্বর্ণের চেইন ও ২ জোড়া কানের দুল লুটপাট করে ছিনিয়ে নিয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত পরিবারের সদস্য ইয়াসমিন বেগমের সাথে কথা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। শুধু এ ঘটনার কোন সত্যতা নেই বলে তিনি জানান এবং অভিযুক্ত ব্যক্তিদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। স্থানীয়রা অভিযোগ করেন, আলতাফ সেখ চুরি ডাকাতি সহ নানা অপরাধের সাথে জড়িত রয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গজালিয়া ফাড়ি ও কচুয়া থানা পুলিশের সদস্যরা পরিদর্শন করেছেন। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কোন মামলা বা লিখিত অভিযোগ হয়নি।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম বলেন, এ বিষয়ে আমরা শুনেছি ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন। আমরা এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]