মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে রাহাত আহম্মেদ সিয়াম (১৩) নামে এক এতিমখানার ছাত্র একমাস ধরে নিখোঁজ রয়েছে। তাকে খুঁজে না পেয়ে চরম হতাশায় রয়েছেন এতিমখানার শিক্ষক ও তার পরিবারের লোকজন।
সিয়াম ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ডের শাহজাহান দারুস সূন্নাহ এতিমখানা ও ভূঞাপুর ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
মাদ্রাসা সূত্রে জানা যায়, সিয়াম বাড়িতে যাওয়ার কথা বলে গত ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ছুটি নেয়। ছুটি শেষে মাদ্রাসায় ফিরে না আসায় শিক্ষকরা তার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন সে বাড়িতে যায়নি। পরে শিক্ষক ও পরিবারের লোকজন তার আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে তার কয়েক দিন পর মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জাহিদুল ইসলাম ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এতিমখানার সুপার মাওলানা মোঃ জাহিদুল ইসলাম বলেন, সিয়াম নিঁখোজের এক মাস পার হলেও এখন সে ফিরে আসেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। সম্প্রতি আমি নিজে বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ করি। আমরা তার সন্ধান চাই। এজন্য সকলের সহযোগিতা চাচ্ছি এবং সিয়ামের সন্ধান পেলে ০১৭২৪-৫৭২৪২৫ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি।
এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বলেন, সিয়াম নামে ছেলেটি নিখোঁজ হয়েছে। সে এর আগেও দুইবার নিখোঁজ হয়েছিল। পরে তাকে কক্সবাজার ও জামালপুর থেকে খুঁজে পায় মাদ্রাসা কর্তৃপক্ষ। সম্প্রতি ছেলেটি বাড়ি যাওয়ার কথা বলে ছুটি নেয় মাদ্রাসা থেকে। পরে ছুটি শেষে মাদ্রাসায় ফিরে না আসায় নিখোঁজ হওয়ার ব্যাপারে মাদ্রাসা সুপার একটি অভিযোগ দিয়েছেন। আমরা তার সন্ধানের জন্য কার্যক্রম চালাচ্ছি।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]