মোঃমোহসীন রাসেল মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ রবি / ২০২৪-২৫ মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেয়াজ, মুগ, মসুর ও খেসারি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। মেহেন্দিগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আযোজনে কৃষক প্রশিক্ষন কেন্দ্রে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা চন্দ্র শেখর বসু। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক, উপসহকারী কৃষি কর্মকর্তা ( শ্রীপুর ইউনিয়ন) মোঃ ইউছুব আলী, কৃষি প্রতিনিধি ইউছুফ মোল্লা প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল বারী খোকন, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফরিদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম আনিছুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউছুব আলী সৈকত, সাধারণ সম্পাদক ফয়সাল হাওলাদারসহ উপসহকরী কৃষি কর্মকর্তাগন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ কাওসার হোসেন।
মেহেন্দিগঞ্জের সর্বমোট ৪৬১০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে বলে জানান, কৃষি কর্মকর্তা। এর মধ্য ৩৮১০ জনকে বোরো বীজ এবং ৮০০ জনকে শীতকালীন সবজি বীজ দেওয়া হবে। বুধবার ১৩ নভেম্বর, মেহেন্দিগঞ্জ সদর, জাঙ্গালিয়া ও চরএককরিয়া ইউনিয়নের কৃষকদের মাঝে কৃষি বীজ ও সার বিতরণ করা হয়। ধাপে ধাপে সকল ইউনিয়নেই এই কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]