মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: তানোর থানার চাঁদপুর এলাকা থেকে অটোভ্যান চুরি করে রাজশাহী মহানগরীর দিকে আসার পথে অটোভ্যান-সহ মোঃ সারোয়ার হোসেন রাকিব (২৮) নামের এক চোরকে গ্রেফতার করছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর ) ভোর রাত সাড়ে ৪ টায় মহানগরীর পবা থানার বাগধানীগামী রোডের তেঘর বিল এলাকা থেকে েতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার চোর মোঃ সারোয়ার হোসেন রাকিব (২৮, সে রাজশাহীর তানোর থানার ভাতরন্দ গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে।
সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, সোমবার ভোর রাতে পবা থানার এসআই এসএম আসিব নাসিব ও সঙ্গীয় ফোর্স থানার বিভিন্ন এলাকায় টহল ডিউটি করছিলো। ভোর রাত সাড়ে ৪ টায় পবা থানার বাগধানীগামী রোডের তেঘর বিলে চেকপোস্ট করার সময় তানোরে দিক থেকে আসা একটি অটোভ্যানকে সংকেত দিয়ে থামায়। এরপর অটোভ্যানের চালককে জিজ্ঞাসাবাদ করলে তার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাঁরা অটোভ্যানের গায়ে লেখা মোবাইল নম্বরে ফোন করে মালিককে বিষয়টি জানায়। অটোভ্যানের মালিক তার গ্যারেজে অটোভ্যানটি না পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার অটোভ্যানটি শনাক্ত করে।
এ ব্যপারে তার বিরুদ্ধে পবা থানায় একটি চুরির মামলা দায়ের করে সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতার চোর সারোয়ার হোসেন রাকিবের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]