প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৪, ২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৪, ১২:৫৬ এ.এম
বাগেরহাটে ৪৭ কেজি হরিণের মাংসসহ ২ শিকারী আটক
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলায় ৪৭ কেজি হরিণের মাংসসহ ২ শিকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। সোমবার (০৪ নভেম্বর) দুপুরে উপজেলার নালা এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের নৌকা থেকে এই মাংস উদ্ধার করা হয়। উদ্ধার হরিণের মাংস ও আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন পূর্ব বন বিভাগের ডাইংমারি অফিসে হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন, মোংলা উপজেলার মোঃ আসাদুল ইসলাম (২৭) এবং মোঃ সয়দার শিহাব উদ্দিন (১৯)।
কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা মুনতাছির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ দুইজনকে আটক করা হয়েছে। হরিণের মাংস ও আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন পূর্ব বন বিভাগের ডাইংমারি অফিসে হস্তান্তর করা হয়েছে। বন্য প্রাণি ও সুন্দরবন রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।