নিজস্ব প্রতিবেদক
অভিনব কায়দায় ভূট্টার আড়ালে পাচারকালে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে বিশেষ অভিযানে গাজীপুর হতে গ্রেফতার করেছে র্যাব-১।
অদ্য ০১ নভম্বের ২০২৪ তারিখ ভোর ০৫:০৫ ঘটিকার সময় র্যাব-১, গাজীপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেন্সিডিলের একটি বড় চালান গাজীপুর জেলার কালিয়াকৈর হয়ে গাজীপুর চৌরাস্তার দিকে আসতেছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল তাৎক্ষণিক গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চান্দুরা এলাকা টাঙ্গাইল টু ঢাকাগামী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী আসামী ১) মোঃ মুন্না হাসান (২৮) পিতা-মোঃ জাহেদ আলী, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট এবং ২) মোঃ শরিফুল ইলসাম (৩৮) পিতা-মোঃ আব্দুল আজিজ, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট আসামীদ্বয়কে হাতে নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ২৯৯ বোতল ফেন্সিডিল, ০১ টি ট্রাক, ০২ টি মোবাইল ফোন এবং নগদ ৬৫০/-টাকা উদ্ধার করা হয়।
ধৃত আসামীদ্বয়’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা এবং অজ্ঞাতনামা পলাতক আসামী পরস্পর যোগ সাজসে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা হইতে চোরাই পথে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা ও গাজীপুর সহ আশে-পাশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করেআসছে বলে স্বীকার করে।
ধৃত আসামীদ্বয়কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার কালিয়াকৈর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]