কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স ও ব্যাংকিং ডিবেটিং সোসাইটির উদ্যোগে রম্য বির্তক অনুষ্ঠিত হয়। যার আলোচ্য বিষয় ছিল "প্রেমিকা হিসেবে জুনিয়র বা ব্যাচমেট নয়, সিনিয়রই সেরা।"
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় ব্যবসায় শিক্ষা ভবনের সেমিনার কক্ষে বির্তকটি অনুষ্ঠিত হয়।
উক্ত বির্তকে জয়ী হন বিপক্ষ দল। তাছাড়া অনুষ্ঠান শেষে ছোট আকারে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে পুরস্কার জিতে নেয় ফিন্যান্স ও ব্যাকিং বিভাগের ১৮ তম আবর্তণের আশরাফ, পূর্ণিমা এবং মাহবুব।
অনুষ্ঠানে উপস্থিত ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ডিবিটং সোসাইটির সাবেক সভাপতি শারমিন আক্তার কেয়া বলেন, আপনি যদি খুব ভালোভাবে নিজের সময়কে কাজে লাগাতে চান, নিজেকে প্রোডাক্টভ হিসেবে তুলে ধরতে চান তাহলে পড়াশোনার পাশাপাশি বিতর্কের বিকল্প নাই। বর্তমানে কমিউনিকেশনের যুগ যত ভালোভাবে মানুষের সাথে কমিউনিকেশন করতে পারবেন ততো আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। এই বিষয়টাকে নিশ্চিত করার জন্য বিতর্কের কোন বিকল্প নাই।
এছাড়া নিজের সেলফ ডেভেলপমেন্টে সাহায্য করবে এই ধরণের কাজে নিজেকে সম্পৃক্ত করেন শুধু একাডেমিক রেজাল্ট দিয়ে এখন কিছু হয় না।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]