প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ৯:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৪, ১২:০২ এ.এম
জনগণের মূল আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ ছাত্র আন্দোলন,ফেসবুক পোস্ট দিয়ে নিজের অবস্থান জানান দিলেন- রাগিব বি কে চৌধুরী
মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক ফেসবুকে পোস্ট দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কর্মকাণ্ড ও কমর্সুচী থেকে সরে আসার ঘোষণা দেন।
তিনি তার ফেসবুকে লেখেন যে, "জুলাই বিপ্লবে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। লক্ষ্য ছিল আওয়ামীলীগের দুঃসহ শাসনব্যবস্থা থেকে জনগণের মুক্তি লাভ। শোষন শাসন থেকে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা। আমাদের আকাঙ্ক্ষা ছিল বিরোধী ছাত্র আন্দোলন সেই স্পিডকে ধারণ করে সামনে এগিয়ে যাবে।
কিন্তু বর্তমানে আমি মনে করি জনগণের যে মূল লক্ষ্য, আশা আকাঙ্ক্ষা ছিল, তা থেকে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন সরে এসেছে এবং তারা বিভিন্ন বিতর্কের সৃষ্টি করেছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান দুই সমন্বয়ক ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য থেকে যেমন সরে এসেছে, অন্যদিকে তারা আবার বিভিন্ন বিতর্কের সৃষ্টি দিয়েছে।
বর্তমানে আমাদের মূল যে সকল সমস্যা রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সিন্ডিকেট, বিচারহীনতার সংস্কৃতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এগুলো তাদের বক্তব্য কই? নিম্ন আয়ের সাধারন মানুষ যাপিত কষ্টকে ধারন করে রাষ্ট্রের প্রতি আমাদের বক্তব্য কই? সহস্র প্রাণ, রক্ত এমনি এমনি দেওয়া হয় নাই।
আমি বর্তমানে মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জনগণের মূল আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে এবং যে বৈষম্যহীন সমাজ গড়ার যে স্বপ্ন তা থেকে সরে এসেছে, তাই- আমি রাগীব বি কে চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিলাম।
ধন্যবাদ- দেখা হবে যে কোন অন্যায়ের বিরুদ্ধের লড়াইয়ে" তবে এ বিষয়ে তার সাথে ফোনে একাধিক যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেনি।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।