মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী থেকে ফুটবলের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব। র্যাব-৫ এর একটি দল শনিবার (২৬ অক্টোবর) রাতে গোদাগাড়ী উপজেলার সরমোংলা এলাকা থেকে এসব হেরোইন জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
রবিবার (২৭ অক্টোবর) র্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীরের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে। এমন সংবাদ পাওয়ার পর র্যাব সদস্যরা মাদকের সম্ভাব্য রুটগুলোর ওপর নজরদারী বৃদ্ধি করতে থাকে।
শনিবার রাত ৯টার দিকে গোদাগাড়ী উপজেলার সরমোংলা এলাকায় মাদক কারবারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা ১টি ফুটবল ফেলে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হলে উক্ত ফুটবলটি কাটা হয়। এসময় ফুটবলের ভেতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব। এ ঘটনায় গোদাগাড়ী থানায় জিডি করে উদ্ধারকৃত আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]